নবীগঞ্জে ছাত্রলীগ নেতার অডিও ফাঁস নিয়ে তোলপাড়
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
নবীগঞ্জে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমরান আহমেদ রেজার অডিও ক্লিপ নিয়ে তোলপাড় চলছে। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে দিয়ে ছাত্রদল নেতা সাকিলকে পা ভেঙে দেয়ার জন্য ৫ লক্ষ টাকার বাজেট ঘোষণা করা হয়। এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ই অক্টোবর বিকাল তিনটায় ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্বরে প্রধান অভিযুক্ত ইমরান আহমেদ রেজার নেতৃত্বে ত্রাসের রাজত্ব কায়েম হয়। ছাত্রলীগ সন্ত্রাসীরা ওই এলাকায় নৈরাজ্যকর পরিস্থিতির একপর্যায়ে ২৮শে অক্টোবর কিবরিয়া চত্বরে সাবেক এমপি আলহাজ শেখ সুজাত মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা তানহা চৌধুরীর সমর্থনে স্থাপিত বিলবোর্ড ও ফেস্টুন ভাঙচুর করে। এসময় যারা এগুলো লাগিয়েছে সেসব বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ঘটনার সময়ে ছাত্রদল নেতা সাকিল আহমদ কিবরিয়া চত্বর সংলগ্ন ফুলকলিতে ছিলেন। এসময় সাকিল ঘটনার প্রতিবাদ করলে তাকে মারধর ছাড়াও হত্যার হুমকি দেয়া হয়। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় সাকিলকে শিক্ষা দেয়ার জন্য বাহুবল উপজেলার কথিত একটি অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় আসামি করে হয়রানি করে। পটপরিবর্তনের পর সাকিল আউশকান্দি কিবরিয়া চত্বরে বিভিন্ন বিলবোর্ড ও ফেস্টুন স্থাপনের উদ্যোগ নেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতা ইমরান আহমেদ রেজা তার সহযোগীদেরকে বলে সাকিলকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকমীকে দিয়েই পা ভেঙে লোলা করার জন্য ৫ লক্ষ টাকার বাজেট করেছি। উল্লেখিত নির্দেশনার ভিডিও ক্লিপ নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনে তীব্র ক্ষোভ দেখা দেয়। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে থানায় মামলা হয়।
দায়েরকৃত মামলায় উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক ইমরান আহমেদ রেজার সহযোগীরা হলো- উপজেলার দেওতৈল গ্রামের জাহেদ আহমদ, বাউশা গ্রামের মহিবুর রহমান চৌধুরী, আউশকান্দি বাজারের নিলয় ধর, জালালপুর গ্রামের রাফু খান, উমরপুর গ্রামের শাহ তপু আহমেদ, আমকুনা গ্রোমের নাছিম চৌধুরী,কানাইপুর গ্রামের মিটু শীল। এ ঘটনায় গত ১৮ই সেপ্টেম্বর থানায় মামলা দায়ের হলেও পুলিশ রহস্যজনক নীরবতা পালন করছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ।