সিলেটে সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, আটক ৯
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
সিলেটের কোম্পানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে ৯ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নৌকাঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আটকদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে চাঁদাবাজির অভিযোগে কালীবাড়ি গ্রামের নুর আহমদ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন।
আটকরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার বুরদের গ্রামের আবু সাঈদ রবিন (২২), একই গ্রামের শাহজাহান আহমদ (১৯), পাড়ুয়া নোয়াগাঁওর আরিফ হাসান জুবায়ের (২৭), টুকেরবাজারের মো. রাজন মিয়া (২৫), শাকেরা গ্রামের দিদার হোসেন (২৫), কাঠালবাড়ির সেলিম মিয়া (২৫), শাহ আরেফিন গ্রামের মো. রফিকুল ইসলাম (২৬), বটেরতলের নাসির মিয়া (২৫) ও বাহাদুরপুরের সোলায়মান (২৭)।
মামলার বাদী নুর আহমদ জানান, বুধবার গভীর রাতে মামলার আসামিরা বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে বালু ও পাথর শ্রমিকদের কাছে চাঁদা দাবি করে। খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে ৯ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।