গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নি হ ত, সিলেটে বি ক্ষো ভ
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৯:৪৫ অপরাহ্ণ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী সপরিবারে আহত ও কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হওয়ার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মসূচী পালিত হয়। মিছিল শেষে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খান।