ওসমানীনগরে আগুনে ৯টি গবাদিপশু পুড়ে ছাই
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৯:২৮ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগরে গোয়াল ঘরে আগুন লেগে একই পরিবারের ৯টি গবাদিপশু পুড়ে মারা গেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার উপজেলার সাদিপুর ইউনিয়নের লামাগাভুরটিকি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের লামাগাভুরটিকি গ্রামের নির্মল সুত্রধরের গোয়ালঘর সন্ধ্যায় প্রতিদিনের মতো বন্ধ করে ঘুমিয়ে পরেন। রাত ৩ টার দিকে হঠাৎ গোয়াল ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এসময় তার গোয়াল ঘরে থাকা ৭টি গরু ও ২টি ভেড়া পুড়ে মারা যায়।
খবর পেয়ে শনিবার সকাল ১২ টার দিকে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ইনচার্জ মো: অপু মিয়া,ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা ,উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিসের কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে বাড়ির মালিক নির্মল সুত্রধর বলেন,আমি অনেক কষ্ট করে গরুগুলোকে লালন পালন করেছি। গো খাদ্যের চড়া মূল্য থাকার পরও কিছুটা লাভের আশায় গরুগুলোকে লালন পালন করেছি। আমার কোনো শত্রু নেই।কিভাবে যে কি হলো কিছু বুঝতে পারছি না। কিন্তু গত রাতেই অগ্নিকাণ্ডে আমার ৭টি গরু ও ২টি ভেড়া অগ্নিকান্ডে পুড়ে মারা যায় এতে আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ওসমানীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ইনচার্জ মো: অপু মিয়া বলেন,এখানে বিদ্যুৎতের একটি লাইন থাকার কারণে আমরা ধারনা করছি অগ্নিকান্ডটি বৈদ্যুতিক শটসার্কিট থেকে হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক নির্ধারণ করা হচ্ছে চার থেকে সাড়ে চার লক্ষ টাকা।
ওসমানীনগর থানার অফিস ইনচার্জ রাশেদুল হক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে ঘটনাটি ঘটতে পারে। তবে ঘটনাটি তদন্তাধীন রয়েছে।