সিলেটে পানিতে ডুবে ভাই-বোনসহ প্রাণ গেল ৩ জনের
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ণ
সিলেটের কোম্পানীগঞ্জে পানিতে ডুবে ভাই ও বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে ও পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে এই ঘটনা দুটি ঘটে।
মৃত পর্যটক রাগিব ইয়াসার (১৯) ঢাকা সাভারে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার বাবার নাম আহসানুল হক। তাদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায়। অন্য মৃত দুই শিশু হলো: এই উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে আব্দুল গফুর মিয়ার ছেলে আরিয়ান (৭) ও মেয়ে মুনসুরা (৬)।
রাগিবের সঙ্গে থাকা বন্ধুরা জানান, সাভার থেকে কয়েকজন বন্ধু মিলে সাদাপাথরে ঘুরতে এসেছিলেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে সাদাপাথরে সবাই মিলে পানিতে গোসল করার প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যে রাগিব একা পানিতে নেমে যান। সবাই পানিতে নামার আগে হঠাৎ দেখি স্রোতে তলিয়ে যাচ্ছে রাগিব।
সবাই পানিতে ঝাঁপিয়ে পড়ে তাকে খোঁজাখুঁজি করতে থাকি। পরে স্থানীয় ব্যবসায়ী ও নৌকার মাঝিরা মিলে ৩০ মিনিট পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার খায়রুল আলমসহ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এদিকে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে আরিয়ান ও মুনসুরা বাড়ির পাশে খেলা করছিল, হঠাৎ অসাবধানতাবশত জলাশয়ে পড়ে যায় ওই দুই শিশু। সেখানে গভীর পানিতে দুজনেই তলিয়ে যায়। তাৎক্ষণিক রাস্তার চলমান লোকজন দুজনকে উদ্ধার করেন। পরে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ও পর্যটকের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।