সিলেটে গুলিতে আহত রাইয়ানকে বিদেশে নেওয়ার পরামর্শ
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৪, ৮:৪২ অপরাহ্ণ
সিলেটের দক্ষিণ সুরমা থানার সামনে ৫ আগস্ট ছাত্র-জনতা মিলে বিজয় উল্লাস করছিল। সেখানে মাথায় গুলিবিদ্ধ হয় দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের ডালিপাড়া গ্রামের নানু মিয়ার ছোট ছেলে রাইয়ান আহমদ। ১৭ দিন পর ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে জ্ঞান ফিরেছে রাইয়ানের। তবে তার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন।
চিকিৎসকরা বলছেন, উন্নত চিকিৎসার জন্য তাকে ইউকে বা সিঙ্গাপুরে নিয়ে যাওয়া প্রয়োজন।
আহত রাইয়ানের ভাই আইমান আহমদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। সেখানে ১৪ দিন চিকিৎসা নিয়েও তার জ্ঞান ফিরেনি। সিলেটের চিকিৎসকরা তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে রেফার করেন। এখন সে ন্যাশনাল নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শুক্রবার তার জ্ঞান ফিরেছে। এখন শুধু চোখ খুলে তাকাতে পারে। আমাদের সবাইকে চেনতে পারছে বুঝা যায়। মাঝে মাঝে বলে তার মাথায় খুব যন্ত্রণা করে।
৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় সিলেটের দক্ষিণ সুরমা থানার সামনে গুলিবিদ্ধ হওয়ার পর ১২ দিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয় রাইয়ান। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৭ আগস্ট সকালে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়। জানা যায়, আহত রাইয়ান আহমদ সিলাম পিএল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।