জননেত্রী বন্যার্ত মানুষের পাশে আছেন – ওসমানীনগরে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৪, ৮:২৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর দান, বন্যার সাথে আমরা যুদ্ধ করে চলছি। আমরা ধৈর্যসহকারে মোকাবিলা করব। বন্যায় কারণে মানুষ দু:খে কষ্টে আছে, আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের খবর নিয়েছেন। বন্যায় কেউ অভাব করবে না, পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে।
শেখ হাসিনা যতদিন বেচে থাকবেন ততদিন আপনারা শান্তিতে থাকবেন। শুক্রবার সকাল ১১টা থেকে দিন ব্যাপি উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পুর্ব তিলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বুরুঙ্গা ইউনিয়ন অফিস, শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদ্রাসা, বুরুঙ্গা ইকবাল আহমদ হাইস্কুল এন্ড কলেজ, গোয়ালাবাজার ইউনিয়নের নিজ করনসী সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোয়ালাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণগ্রাম হযরত শাহ জালাল(র:) কামিল মাদ্রাসা, নিজ করনসী শাহ সুলেমান করণী মাদ্রাসা, তাজপুর ইউনিয়নের মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে কয়েকশতাধিক বন্যার্ত মানুষের মধ্যে নগদ টাকা, শুকনা খাবার ও ঔষধ সামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান জাহানারা বেগম, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলাউর রহমান আলা, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান, সাবেক চেয়ারম্যান খালেক আহমদ লটই, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, উপজেলা যুবলীগ নেতা আব্দুল মন্নান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি লেবু মিয়া, বুরুঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শানুর মিয়া, শফিকুল ইসলাম, গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ফয়জুল হক, ইউপি সদস্য বেলাল আহমদ, দিলওয়ার আহমদ, বুরুঙ্গা ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান জুবায়ের, মেনন দেব, আব্দুল মোমিন, সাদিকুর রহমান খান, দিপংকর দেব শিবু প্রমুখ।