জকিগঞ্জ-কানাইঘাটে লোকমান-পলাশের বাজিমাত
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৪, ১১:০৮ অপরাহ্ণ
সুরমা নিউজঃ
সিলেটে বন্যা কবলিত দুটি উপজেলায় বুধবার (৫ জুন) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বন্যা পরিস্থিতির মধ্যে কিছু বিচ্ছিন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে উপজেলা পরিষদগুলোর নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। বিভিন্ন ভোট কেন্দ্রে অপ্রাপ্ত বয়ষ্করা জাল ভোট দেয়ার চেষ্টাকালে বেশ কয়েকজনকে আটক করা হয়। অনেককে আটকের পর ছেড়ে দেয়া হয়, কয়েকজনকে সাজা প্রদান করা হয়েছে। উপজেলা দুটি হচ্ছে- কানাইঘাট ও জকিগঞ্জ।
সিলেট জেলার কানাইঘাট, জকিগঞ্জ উপজেলায় বুধবার ভোটযুদ্ধে লড়েছে ২৩ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ছিলেন৷ সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত।
কানাইঘাট উপজেলায় সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ (মোটরসাইকেল) প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন। । তার নিকটতম প্রতিদন্দ্বী প্রার্থী আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী এ কে এম শামসুজ্জামান বাহারকে ৫ হাজার ৫৩৭ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী মস্তাক আহমদ পলাশ মোটর সাইকেল প্রতীক নিয়ে ৩৫ হাজার ৩০২ ভোট পেয়েছেন, নিকটতম প্রতিদন্দ্বী শামসুজ্জামান বাহার ঘোড়া প্রতীকে ২৯ হাজার ৭৬৫ ভোট পেয়েছেন।
এবারের কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ১৮ হাজার ৯০৯ জন, এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১২ হাজার ১২৫জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৬ হাজার ৭৮৪ জন।
এদিকে জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় বাজিমাত লোকমানের। তিনি দোয়াত-কলম প্রতীকে ২৪ হাজার ৬৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটত প্রতিদ্বন্দ্বী জমিয়ত নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান (কাপ পিরিচ) পেয়েছেন ১৬ হাজার ৭৬৮ ভোট।
জকিগঞ্জে মোট ভোটার ১ লাখ ৯১ হাজার ৫১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ২২৫ জন ও মহিলা ভোটার ৯২ হাজার ২৮৮ জন। কানাইঘাটে মোট ৭৭ টি কেন্দ্রের ৪৭০টি কক্ষে ভোটারা ভোট প্রদান করেন।