আখাউড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৫৫ অপরাহ্ণ
আখাউড়া প্রতিনিধি::
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নানা উৎসাহ উদ্দীপনা আর বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের উদ্বোধন করা হয়। পরে মান্ববন্ধন ও উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস.এম শাহজাদা খাদেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অগ্যজাই মারমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান, আখাউড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দুর্নীতি প্রতিরোধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।