স্বপদে থেকেই সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মেয়র মুহিব!
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৩, ৭:১২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
স্বপদে বহাল থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান। নির্বাচন কমিশনের নির্দেশনা উপেক্ষা করে পদত্যাগ না করেই সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করতে চান আলোচিত এই রাজনীতিবীদ। ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করে এলাকায় নির্বাচনী মতবিনিময়ও শুরু করেছেন তিনি।
জানা যায়, জাতীয় পার্টি ও পরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এই দাপুটে নেতা ১৯৮৫ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রথম বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০০৯ সালে ফের দ্বিতীয় বারের মতো
উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সর্বশেষ ২০২২ সালের ২ নভেম্বর বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র থেকে প্রথমবার মেয়রও নির্বাচিত হন তিনি। এবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বাসনায় দ্বাদশ জাতীয়
সংসদ নির্বাচনে হয়েছেন প্রার্থী।
এ বিষয়ে জানতে চাইলে আজ (২৯ নভেম্বর) বুধবার মনোনয় জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করে মেয়র মুহিবুর রহমান বলেন, ‘দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঢাকাসহ দেশের বিভিন্ন পৌরসভার মেয়রসহ অন্য জনপ্রতিনিধিরা পদে থেকে সংসদ নির্বাচন করে এমপি হয়েছেন। স্বপদে বহাল থেকে বাংলাদেশের অন্যান্যরা যদি নির্বাচন করতে পারে, তাহলে আমারতো না করার কোনো কারণ নেই। তাছাড়া এটা কোনো আইন নয়। এটি নির্বাচন কমিশনের একটি বিধি। এ বিধির উপর হচ্ছে আইন। আর আইন সংবিধান সম্মত। কাজেই নির্বাচন কমিশন বার বার এই বিধিনিষেধ দেয়। তবুও প্রার্থীরা নির্বাচনে অংশ নেয়। এটা আবার বৈধতাও দেয় হাইকোর্ট। তাই আমার এটাও না হবার কোনো কারণ নেই।’