বিশ্বনাথ ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৭ অপরাহ্ণ
বিশ্বনাথে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার পর থেকে কয়েক দফা বিশ্বনাথ পুরান বাজার এ ঘটনা ঘটে। এই ঘটনায় পাপ্পুসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি পার্থ সারতি দাস পাপ্পু ও উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন এবং ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকনের পক্ষের মধ্যে এই ঘটনা ঘটে।
ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দু’পক্ষের উত্তেজনায় স্থানীয় ব্যবসায়ীসহ জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা যায়, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বুধবার বিকালে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। কমিটি বিলুপ্ত ঘোষণা করায় উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন এবং ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকনের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। এসময় পথসভা ও মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীদের মাঝে।
এর পূর্বে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে কটুক্তি করে মিছিল বের করেন ও সন্ধ্যা ৬টায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন।
উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি পার্থ সারতি দাস পাপ্পু সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে চাঁদাবাজ ও চোরাচালানকারী বলে স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘সন্ত্রাসী নাজমুল ও রাহেল সিরাজের প্রত্যক্ষ নির্দেশে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে আমি ও আমার বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা উপজেলা ছাত্রলীগের অফিস ভাঙচুর এটা আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ কে ধ্বংস করার ষড়যন্ত্র। আমি জননেত্রী শেখ হাসিনার দুর্দিনের কর্মী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনি আমার একমাত্র শেষ ঠিকানা।
প্রিয় নেত্রী ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সুযোগ্য সভাপতি সাদ্দাম হোসেন ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ইনান ভাইয়ের সদয় হস্তক্ষেপ কামনা করছি। অবিলম্বে সিলেট জেলা ছাত্রলীগের এই বিতর্কিত কমিটি কমিটি বিলুপ্ত করে সন্ত্রাসী নাজমুল ও চিনি চোরাচালানকারী অস্ত্রবাজ রাহেল সিরাজ কে বহিষ্কার করে এদেরকে আইনের আওতায় আনা সহ বিশ্বনাথে তাদের পালিত সন্ত্রাসী রাজু আহমদ খান চাকু শামীম, জাকির, রিপন সহ সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের জন্য সিলেট জেলা ও বিশ্বনাথ উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানাই। বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ ও বিশ্বনাথ বিশ্বনাথের সর্বস্তরের জনসাধারণ কে নিয়ে আমরা এই বিশ্বনথে সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবো।’
এই স্ট্যাটাসের জের ধরে উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন এবং ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকনের নেতৃত্বে পাপ্পুর অফিসে হামলা চালান। এসময় পাপ্পুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
পরিস্থিতিতে নিয়ন্ত্রণে রাখতে ওসমানী-বিশ্বনাথ সার্কেল সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান ও বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
এরআগে দিনে কয়েক দফা বিলুপ্ত কমিটির সভাপতি পার্থ সারতি দাস পাপ্পুকে ধাওয়ার ঘটনা ঘটেছে।