মিশিগানে বছরের শেষ মেলায় মঞ্চ মাতাবেন ইমরান-কনা, ব্যাপক প্রস্তুতি
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র:
যুক্তরাষ্ট্রের মিশিগানে আবারও পর্দা উঠছে ডাইভার সিটি ফেস্টিভ্যাল। দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় জুটি ইমরান-কনা হাজির হচ্ছেন বছরের শেষ এই মেলার আসরে। ২২তম এই মেলা ডেট্রয়েট সিটির বাংলা টাউনের জেইন ফিল্ডে আগামী ১৫, ১৬ ও ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
তিনদিন ব্যাপী এই মেলায় দেশের জনপ্রিয় শিল্পীদের আগমন ঘটবে বলে জানিয়েছেন আয়োজকরা। শনিবার রাতে হ্যামট্রাম্যাক সিটির আমিন রিয়েলিটি অফিসে সংবাদ সম্মেলনে এমন আয়োজনের বিস্তারিত তুলে ধরেন ডাইভার সিটি ফেস্টিভ্যালের আয়োজকরা।
বাংলাটাউনের এই মেলাকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে জানিয়ে প্রেস কনফারেন্সে আয়োজকরা বলেন, বাংলা টাউনের জেইন ফিল্ডে ১৫ সেপ্টেম্বর শুক্রবার থেকে ১৭ সেপ্টেম্বর রোববার পর্যন্ত তিনদিনব্যাপী চলবে মেলার এ আয়োজন। তিন দিনব্যাপী ডাইভার সিটি ফেস্টিভ্যালে দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা ও ইমরান মাহমুদুল ছাড়াও মঞ্চ মাতাতে আসছেন ফোক গানের পরিচিত শিল্পী শাহনাজ বেলী, মমোসহ মিশিগানের স্থানীয় কয়েকজন কণ্ঠশিল্পী। জমকালো আয়োজনের এই মেলায় নাচ পরিবেশন করবে নৃত্য গ্রুপ।
প্রবাসী বাংলাদেশিদের এই উৎসবে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আয়োজকরা আরও জানান, মেলা উপলক্ষে জেইন ফিল্ডের বিশাল খোলা মাঠে মূল মঞ্চ ছাড়াও মাঠজুড়ে বসানো হচ্ছে ৫০টিরও বেশী সুদৃশ্য স্টল। এসব স্টলে থাকবে দেশি-বিদেশী পোশাক, খেলনা সামগ্রী, মুখরোচক খাবার আর পণ্য, প্রসাধণীসহ হরেক রকমের পসরা। এছাড়া মেলা উপলক্ষে র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি গাড়ি। এছাড়া কেউ চাইলে এখনো স্টল বুকিং দিতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
এদিকে মেলায় এপিআইএ ভোট মিশিগানের পক্ষ থেকে স্টল দেয়া হবে। স্টলে ভোটার রেজিস্ট্রেশনের পাশাপাশি মেলায় বুক ব্যাগ বিতরণ করবে এপিআইএ ভোট মিশিগান। তাছাড়া এপিআই ভোটের ব্যতিক্রমী ফ্রি র্যাফেল ড্রতে আইফোন জেতার সুযোগ থাকছে এবারের মেলায়। রিয়েলস্টেট- হোমকেয়ারসহ বিভিন্ন ব্যবসার স্টল ও চাকরিপ্রত্যাশীদের জন্য ইউএস আর্মি ও ডেট্রয়েট পুলিশ ডিপার্টমেন্ট নিজেদের স্টল নিয়ে বসবে বলে জানা গেছে।
এ সময় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কামাল রহমান, সেলিম আহমেদ, নাজেল হুদা, শোভন, শফিউল আলম হারুন, এম ফিরোজ আলী, জিয়া উদ্দীন, মোশারফ আহমেদ, তাহমিদ চৌধুরী, মওদুদ চৌধুরী, মোস্তাক রহমান, দিপু চৌধুরী, রাসেল মোহাম্মদ, কাওসার দেওয়ান, রিপন লস্কর, পারভেজসহ আরও অনেকেই।