মাধবপুরে ছাত্রের চোখে বেত নিক্ষেপের অভিযোগে শিক্ষক বরখাস্ত
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৩, ১০:৫২ অপরাহ্ণ
মাধবপুর প্রতিনিধি::
হবিগঞ্জের মাধবপুরে শিক্ষকের বেতের আঘাতে এক স্কুল শিক্ষার্থীর চোখে গুরুতর জখম হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। বদলি করা হয়েছে (সংযুক্তি) প্রধান শিক্ষককেও।
উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বরখাস্তকৃত শিক্ষকের নাম মোর্শেদা আক্তার। তিনি বানিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রধান শিক্ষক সানজিদা পারভিনকে ভান্ডারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্তি প্রদান(বদলি) করা হয়েছে। পৃথক দুটি অফিস আদেশে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মাওলা এই বরখাস্ত ও বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার (১৬ আগস্ট) ওই স্কুলের শিক্ষক মোর্শেদা খাতুন শিশু শিক্ষার্থী মেহেদি হাসানের দিকে ছুঁড়ে মারলে এটি মেহেদির ডান চোখে আঘাত হানে। মেহেদি হাসানকে দ্রুত ঢাকার আগারগাও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়া হয়। পরদিন ১৭ আগস্ট সেখানে তার চোখে অপারেশন করেন চিকিৎসকেরা।
গত রবিবার (২০ আগস্ট) হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) সাদিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মাওলা,মাধবপুরের ইউএনও মনজুর আহ্সান, শিক্ষা অফিসার জাকিরুল হাসান, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বিদ্যালয়ে যান। সেখানে তারা সরেজমিনে ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং এলাকাবাসীর সাথে কথা বলেন। এলাকাবাসী এ সময় অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন। কর্মকর্তারা এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
এরপরই সহকারী শিক্ষক মোর্শেদা খাতুনকে সাময়িক বরখাস্ত ও প্রধান শিক্ষক সানজিদা পারভিনকে অন্য একটি বিদ্যালয়ে সংযুক্তির আদেশ জারি করা হয়।