মিশিগানে জেমসের স্মরণকালের বড় কনসার্ট, বাঁধ ভাঙা উল্লাস
প্রকাশিত হয়েছে : ১১:২৪:১৫,অপরাহ্ন ০২ আগস্ট ২০২৩
সাহেল আহমেদ, যুক্তরাষ্ট্র (মিশিগান):
এক দশক পর যুক্তরাষ্ট্রের মিশিগানে হাজার হাজার প্রবাসীর ভালোবাসায় সিক্ত হলেন জনপ্রিয় ব্যান্ড তারকা ও নগরবাউল খ্যাত জেমস। বিগ বাজেটের নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যালের ওপেন কনসার্টে জেমসের জাদুকরি গায়কী দিয়ে পর্দা নামে তিনদিনব্যাপী এই উৎসবের। রোববার ড্রেট্রয়েটের জেইন্ ফিল্ডে উত্তাল দর্শক সমুদ্রে ঢেউ তোলে ‘লাভ ইউ গুরু’ ধ্বনি।
শারমিনা সিরাজ সোনিয়া ও রিচি সোলাইমানের প্রাণবন্ত উপস্থাপনায় নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান আবু বকর হানিফ।
মেলার শেষদিনে রোববার মঞ্চে উঠেন রিজিয়া পারভীন। শেষদিকে ১০টা ৫মিনিটে তারুণ্যের প্রতীক হয়ে মিশিগানবাসীর সামনে হাজির বাংলার রকস্টার জেমস। মুহুর্তেই বাঁধ ভাঙা উল্লাস আর উচ্ছ্বাসে মাতোয়ারা দর্শকদের সামাল দেয়াই ছিল কঠিন।
স্টেজে সেই আগের জেমসই সুরের সমুদ্রে শুরুতে গেয়ে উঠেন ‘কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে’ গানটি । এ সময় দিওয়ানা মাস্তানা, মা, তারায় তারায়, সুলতানা বিবিয়ানা, বিজলী, দুস্ট ছেলের দল, পাগলা হাওয়ায় দর্শক মাতান জেমস।
সঙ্গীত ভুবনের সম্রাটকে এক নজর দেখতে আর সুরের যাদুতে আসক্ত হতে বাংলা টাউনে স্মরণকালের বড় কনসার্টে হাজির হন জেমস ভক্তরা। মিশিগান ছাড়াও বিভিন্ন স্টেট ও পাশের দেশ কানাডা থেকেও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের আগমন ঘটে এই মেলায়। তিনব্যাপী এই মেলার শেষ দিনটি ছিল উপমহাদেশের অন্যতম সেরা রকস্টার জেমসের। শেষদিকে স্থানীয় ‘গা এন্টারটেইনমেন্টের’ পরিবেশনার মধ্য দিয়ে ইতি টানা হলো নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যালের জমকালো এই আয়োজন।
বিগ বাজেটের এই মেলায় গানের পাশাপাশি ৮০টিরও অধিক স্টলে ছিল মুখরোচক খাবার আর পণ্য, পোশাক-পরিচ্ছদ, প্রসাধনসহ ছিল হরেক রকমের পসরা। হাজারো মানুষের ভিড়ে ছিল কেনাবেচার ধূম। এছাড়া আগেরদিন শনিবার স্থানীয় শিল্পীদের পাশাপাশি গানে গানে দর্শক মাতিয়ে রাখেন প্রেমা রহমান ও রিয়া রহমান। মেলায় র্যাফেল ড্রতে দ্যা বেঙ্গল অটো সেলসের সৌজন্যে দেয়া কার বিজয়ী হন এক প্রবাসী বাংলাদেশি