বাণিজ্যমন্ত্রী সিন্ডিকেটের মূল হোতা: এমপি মোকাব্বির
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৩, ২:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
আবার বাণিজ্যমন্ত্রীকে ব্যবসায়ী সিন্ডিকেটের মূল হোতা বললেন গণফোরাম নেতা ও সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান। বৃহস্পতিবার বিকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাকে দেওয়া সংবর্ধনার ওই অনুষ্ঠানে মোকাব্বির বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে বাণিজ্যমন্ত্রীর হাত রয়েছে। ঈদের আগে সাধারণ মানুষ ৩০ টাকার পেঁয়াজ খেয়েছেন ৯০ টাকায়। দেশের মানুষ অসহায়। দ্রব্যমূল্য মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে নেই। অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা এবং অসৎ রাজনীতিবিদ মিলে সিন্ডিকেট সৃষ্টি করে রাষ্ট্রকে জিম্মি করে রেখেছে।’
জাতীয় সংসদেও মোকাব্বির খান ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর সংশ্লিষ্টতার অভিযোগ এনে তার পদত্যগ দাবি করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে মোকাব্বির বলেন, ‘আমি জাতীয় সংসদে বলেছিলাম যে, বাণিজ্যমন্ত্রীর তো লজ্জা থাকা উচিত। তিনি কেন পদত্যাগ করেননি? তিনি আমার কথার জবাবে প্রধান মন্ত্রীকে বললেন, আমাকে (মোকাব্বির) যেন বাণিজ্যমন্ত্রী করা হয়। এটা তো কোনো যুক্তি হতে পারে না। প্রথমত : তাকে মন্ত্রীর পদ থেকে রিজাইন করে বলা উচিত ছিল আমি সিন্ডিকেটের হোতা না। কিন্তু তিনি পদত্যাগ না করে প্রধানমন্ত্রীর কাছে বললেন, মোকাব্বির খানকে বণিজ্যমন্ত্রী বানাতে।’
তিনি বলেন, ‘যখন বাজারে যাই তখন মানুষের মুখে শুনি বাণিজ্যমন্ত্রী বাজার সিন্ডিকেটের হোতা এবং সেই সিন্ডিকেটই তাকে বাণিজ্যমন্ত্রীর পদে বসিয়ে রেখেছে। লজ্জা-শরম থাকলে তিনি পদত্যাগ করতেন।’ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল মজিদের সভাপতিত্বে ও সংগঠক মাওলানা শাহিদ খানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী চক্রবর্তী, সহকারী শিক্ষক শামীম আহমদ, আব্দুর রহমান, হাবিব খান, কাওছার আহমদ মাসুম, ফয়সল আহমদ, মজলিশপুর যুব সংঘের সাধারণ সম্পাদব হাবিবুর রহমান, সংগঠক আব্দুস সালাম প্রমুখ।