বিশ্বনাথে তিন বিদ্রোহী প্রার্থীকে আ’লীগ থেকে বহিস্কার!
প্রকাশিত হয়েছে : ৮:৪৭:১০,অপরাহ্ন ০৩ জুলাই ২০২৩
সিলেটের বিশ্বনাথে দলীয় নির্দেশনা অমান্য করে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তিন আ’লীগ নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
তারা হচ্ছেন দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহনকারী বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল আহমদ মতছিন ও রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহনকারী বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আজিজুর রহমান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইমাম উদ্দীন।
এছাড়াও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রকাশ্যে অন্য প্রার্থীদের পক্ষে সভা-সমাবেশে বক্তব্য দিয়ে ভোট চাওয়া এবং প্রচার প্রচারণায় অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দুই আ’লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
তারা হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু। তারা সকলকে জেলা আ’লীগের পরামর্শ অনুযায়ি সাময়িকভাবে বহিস্কার ও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বলে ফেসবুকে পোস্ট দিয়েছেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদ আব্দুল আজিজ সুমন এবং প্রেস বিজ্ঞপ্তি অনুসারে বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দেশনাগুলো খুব দ্রুত পৌঁছানো হবে বলে উল্লেখ রয়েছে।
আগামি ১৭ জুলাই অনুষ্ঠিত হবে সিলেটের বিশ্বনাথ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ওই পাঁচটি ইউনিয়ন পরিষদ হচ্ছে অলংকারি, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ ও দেওকলস। প্রতিটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রয়েছেন নৌকা প্রতীক নিয়ে আ’লীগ সমর্থীত ৫জন চেয়াম্যান প্রার্থী। তারমধ্যে রামপাশা ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আজিজুর রহমান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইমাম উদ্দীন। আর দেওকলস ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল আহমদ মতছিন।
জানতে চাইলে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ সত্যতা স্বীকার করে বলেন, শিগগিরই লিখিত ভাবে ওই তিনজনকে সাময়িক ভাবে বহিস্কার ও দু’জনকে কারণ দর্শনোর নোটিশ দেয়া হবে।