ঈদ ফ্যাশনে রানওয়ে ম্যানিয়াক মডেল’রা
প্রকাশিত হয়েছে : ১১:১৪:২১,অপরাহ্ন ১৪ জুন ২০২৩
সুরমা নিউজ:
আসছে পবিত্র ঈদ-উল-আযহা। এজন্য ঈদের ফ্যাশন নিয়ে অলরেডি হৈ চৈ শুরু হয়ে গেছে। নতুন কি পান্জাবি মডেল বাজারে এসেছে তার খোঁজ করছেন তরুণরা। অফলাইন অনলাইন সব মার্কেটেই তরুণদের ভীড়। তবে অনলাইনে ভীড়ের মাঝেও ভালো পণ্য খুঁজে নেওয়া খুব সহজ। বিউটিশিয়ানরা বলছেন, ফ্যাশনে যাই চলুক ঈদে ছেলেদের কমন পোশাক কিন্তু পাঞ্জাবি। আর সে কারণেই ঈদকে সামনে রেখে আমাদের রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সির কিছু ভিন্ন লুর্কসে পাঞ্জাবী নিয়ে কাজ করা।
ঈদ উল আযহা উপলক্ষ্যে তাদের সাইটে নতুন নতুন পাঞ্জাবির সংগ্রহ চোখে পড়ার মত। পাঞ্জাবির সংগ্রহে থাকছে নতুন নকশা, নতুন রং। কাটিংয়েও এসেছে পরিবর্তন, বেশি দেখলাম শর্ট আর সেমি লং পাঞ্জাবি। পাঞ্জাবি যেন হয়ে উঠেছে ডিজাইনারের রংকরা ক্যানভাস। ছেলেদের ফ্যাশনের কথা মাথায় রেখে তারা শুরু করেছে ঈদের কালেকশনের কেনাবেচা। আর বিভিন্ন অফার।
এজেন্সি:রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সি। https://www.facebook.com/Runway.Maniac?mibextid=ZbWKwL
আয়োজনে:হিতাংশু দাস ইমন ।
মডেল: ফাহিম,বিলাস,জিহান,ফারদিন,এস কে, রুবেল আহমেদ।
ষ্টাইলিং এন্ড ডিরেক্সন: এইচ ডি ইমন।
মেকআপ: আবির আহমেদ।
ছবি: জুবেল আহমেদ।
ড্রেস:কাওয়াকিব।