সিলেটে প্রায় ৩’শ গাড়ি বহরে ‘নুনু মিয়া’কে বরণ
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২২, ৮:২৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট জেলা আ’লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া একমাসের সফর শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন। শনিবার সকাল সাড়ে ১০টায় তাঁকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী বিমান বন্দরে অবতরণ করে।
এসময় তাকে বরণ করতে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা থেকে ১৩৫টি লাইটেস ও নুনু মিয়ার ছবি সম্মিলিত টি শার্ট পড়ে প্রায় ১৫০টি মোটরসাইকেল যোগে নেতাকর্মীরা বিমান বন্দরে গিয়ে হাজির হন।
বিমান বন্দরের ভিআইপি গেট দিয়ে নুনু মিয়া বাহির হলে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। পরে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে গাড়ি বহরে বিশ্বনাথে প্রবেশ করেন।
এসময় তাকে বরণ করতে সেখানে উপস্থিত হন কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, যুক্তরাজ্য আ’লীগের যুগ্ম সাধারণ সম্পদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রনজিৎ সরকার, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, বিশ্বনাথ উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক ছইফুল হক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা যুব লীগের নেতা ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলমগীর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গনিসহ অসংখ্য নেতাকর্মীরা বরণ করেন।