‘সফরে থাকায় আসতে পারিনি, কিন্তু প্রতিনিয়ত এলাকার মানুষের জন্য আমার প্রাণ কেঁদেছে’
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২২, ১১:৪২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট-২ আসনের এমপি ও গণফোরাম নেতা মোকাব্বির খান বলেছেন, সরকারি সফরে থাকায় আকস্মিক বন্যাকবলিত বিশ্বনাথ ও ওসমানীনগর এলাকা পরিদর্শনে আসতে পারিনি। কিন্তু প্রতিনিয়ত এলাকার মানুষের জন্য আমার প্রাণ কেঁদেছে। তবে, একটু দেরিতে হলেও আমি জনগণের পাশে এসে দাঁড়িয়েছি।
তিনি বলেন, প্রত্যেক মানুষের সুবিধা অসুবিধা আছে। কিন্তু কিছু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাকে অকত্য ভাষায় যে, গালমন্দ করেছেন সেটা কেন? কি কারণে? এই বিচারটা আমি আপনাদের কাছে দিয়ে গেলাম। কারণ সে সময় বন্যা ছিলোনা। জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ বিভিন্ন এমপি ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সরকারি সফরে থাইল্যান্ড চলে যাই। এরপর আমার মায়ের কবর জিয়ারতের জন্যে আমি সংক্ষিপ্ত সফরে লন্ডনে চলে যাই।
বৃহস্পতিবার (০২ জুন) বিশ্বনাথের লামাকাজী, খাজাঞ্চী, অলংকারী ও রামপাশা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ৪২০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে পৃথক পৃথক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় ৪২০টি পরিবারের প্রত্যেককে ৭ কেজি চাল, ১ কেজি করে পেঁয়াজ, আলু, লবন, আধালিটার সয়াবিন তেল এবং ৫০০ গ্রাম ডাল দেওয়া হয়।
খাজাঞ্চী ইউনিয়নের চেয়ারম্যান আরশ আলী গণি, ও পুরান রাজাগঞ্জ বাজার স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি আয়াছ আলী মেম্বারের সভাপতিত্বে পৃথক পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী আব্দুল হান্নান, উপজেলা গণফোরামের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হবিবুল ইসলাম, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর, ইউপি সদস্য আব্দুর রব রাজু, ফখরুল ইসলাম, প্রবাসী রইছ আলী, মক্তার আলী, সংগঠক আব্দুশ সহিদ, ছালিক মিয়া ও মশরফ আলী।