দেশের মানুষ আ’লীগ সরকারের কাছ থেকে মুক্তি চায়: ইলিয়াসপত্নী লুনা
প্রকাশিত হয়েছে : ১১:২৬:৫২,অপরাহ্ন ৩১ মে ২০২২
সুরমা নিউজ:
দেশের মানুষ এই সরকারের কাছ থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধগতির ফলে মানুষ দিশেহারা। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে নেই এই সরকার। এভাবে আর চলতে দেওয়া যায় না।
সোমবার সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী, খাজাঞ্চী ও রামপাশা ইউনিয়নের বন্যাদুর্গত ৯০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেন তিনি। এ সময় বিভিন্ন স্থানে সভায় বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ সম্পর্কে লুনা বলেন, যারা ইলিয়াস আলীকে গুম করার ষড়যন্ত্রে ছিলেন- তারা কেউ আজ ভালো নেই। আল্লাহর বিচার আছে। যারা ষড়যন্ত্র করেছিল, তারা কেউ এমপি হতে পারেননি।
পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামাকাজী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শফিকুর রহমান, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বশর মো. ফারুক এবং রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুজ্জামান খান। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শামছুজ্জামান সমছু, গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার মো. গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক আমির উদ্দিন, সহ-প্রচার সম্পাদক কয়েস শিকদার, লামাকাজী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান আছকির, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুশ শহীদ ও রামপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সত্তার প্রমুখ।