মৌলভীবাজারে বোরোর বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৩ অপরাহ্ণ
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :
গত বছরের মত এ বছর মৌলভীবাজারের হাকালুকি হাওর এলাকায় বোরো ধানে বাস্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা। আবহাওয়া অনুকুল থাকায় আর মৌসুমের শুরুতে বৃষ্টি হওয়ায় বোরো ধানের ভালো ফলন হতে পারে।
মৌলভীবাজারের রাজনগর, কুলাউড়া, বড়লেখা ও জুড়ী উপজেলায় হাকালুকি হাওরের পাশাপাশি পুরো উপজেলা গুলোতে বোরো ধানের আবাদ হয়েছে। বোরো ধান এই অঞ্চেলর কৃষকদের অন্যতম ভরসা। কিছুদিন আগেও এই ধান রোপণ ও পরিচর্চায় কৃষকরা এখন ব্যস্ত সময় পার করেছেন। হাড় কাপানো শীতের মধ্যে জমির কাদা পানিতে নেমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধানের চারা রোপণ করছেন চাষিরা। শীতের মাঝে কেউ জমি প্রস্তত করছেন, আবার কেউবা বীজতলা থেকে চারা তুলছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দিগন্ত জুড়ে মাঠে মাঠে সবুজের চোখজুড়ানো মনোরম পরিবেশ। সেই সবুজ খেতে মুখে হাসি নিয়ে কৃষক তার ফসল বোরো ধানে সার ছিটিয়ে দিচ্ছেন কেউবা একটু বাড়তি যতœ করছেন।
শুধু জুড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের মতে, চলতি মৌসুমে মোট ৫৮০০হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাত-ঝখ৮ঐ, টিয়া, রুপালী, উফশী, ব্রিধান-২৯, ব্রিধান ২৮, ব্রিধান ৮৯, বিআর১৪, বিআর ৯২ জাতের ধানসহ অন্যান্য জাতের ধানের চারা রোপণ করা হচ্ছে।
সূত্র জানায়, জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বোরো ধান রোপনের সময়। ধান কাটার সময় আসতে ক্ষেতের সময় থেকে ১৬০ থেকে ১৮০ দিন সময় লাগে। গত বছর বোরে মৌসুমে প্রায় ৫৭৭০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছিল।
এদিকে বাম্পার ফলনের আশা থাকলে ও ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে চিন্তায় আছেন অনেক কৃষক। ফারুক মিয়া, সামাদ মিয়া নামের দুইজন কৃষক বলেন, তেল-সারের দাম বেড়েছে তবে সরকার থেকে সার পাওয়ার কারনে উপকার হয়েছে। পাশাপাশি যে বীজ সরকার দেয় তা আমাদের মধ্যে বিতরন করতে সময় লেগে যায়,আগে বীজ দিলে সেই বীজ দিয়ে চারা জন্মানো যেত।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা পৃথিশ পাল জানান, এই সময়ে একটু বৃষ্টি হলে ধানের বাম্পার ফলন হবে। চারায় লালচে হওয়ার এক ধরনের রোগ ধরা পড়ছে তা কোন সমস্যা হবে না।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে ধান আবাদ হয়েছে। সরকারের পক্ষ থেকে বীজ ও সার কৃষকদের মধ্যে পৌছে দেওয়া হয়েছে। আশা করছি ভালো ফসল হবে।