তাহিরপুরে প্রতীকী ফাঁসি হলো ৪ রাজাকারের
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২১, ১০:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে পাক হানাদার মুক্ত দিবস।
দিবসটি পালন উপলক্ষে ৪ রাজাকারদের প্রতীকী মঞ্চে ফাঁসি দেওয়া হয়েছে।
শনিবার সকালে বর্ণাঢ্য র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান এমকে ওয়াহিদ খসরুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন খাঁ।
বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস ছোবাহান আখঞ্জি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী মর্তুজা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন, সাবেক কমান্ডার রৌজ আলী, আব্দুস শাহীদ, উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু মিয়া, বিল্লাল হোসাইন, উপজেলা প্রেসক্লাবের সদস্য ও যুবলীগ নেতা আবুল কাশেম, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান সভাপতি সোহেল আহমেদ বিপ্লব বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বাসার প্রমুখ।
এসময় বক্তারা জীবিত রাজাকারদের কঠোর শাস্থি ও তাদের সন্তানদের দলীয় ও সরকারী সকল অনুষ্ঠানে বর্জন করার দাবি জানান।