মৌলভীবাজারে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে নির্মাণ কার্যক্রম সুষ্ঠুভাবে করতে প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২১, ১০:২৩ অপরাহ্ণ
স্বপন দেব নিজস্ব প্রতিবেদক:
মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে গৃহ নির্মাণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভাগীয় কমিশনার এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণের সমন্বয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া এবং সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার, সিলেট ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
এ কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক(প্রশাসন) মোঃ আহসান কিবরিয়া সিদ্দিকি, অতিরিক্ত বিভাগীয় কমিশনারবৃন্দ, আশ্রয়ণ প্রকল্পের উপ-পরিচালক, সিলেট বিভাগের চার জেলার জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)বৃন্দ, নির্বাহী প্রকৌশলী (এলজিইডি)বৃন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাবৃন্দ ও উপজেলা প্রকৌশলীবৃন্দ।
এ প্রশিক্ষণ কর্মশালা মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য ৩য় পর্যায়ে গৃহ নির্মাণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।