ভূমিকম্পে কাঁপল সিলেট
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২১, ১১:১৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
হঠাৎ করেই দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার ভোর ৫ টা ৪৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
প্রাথমিকভাবে এর মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ১ বলে জানা গেছে এবং উৎপত্তিস্থল বাংলাদেশ-ভারত-মিয়ানমার সীমান্তের কাছাকাছি বলেও জানা গেছে।
প্রায় ৪/৫ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে এ সময় ভূমিকম্পে বাড়িঘর কেঁপে ওটে।এ সময় সাধারণ মানুষ আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে। তবে সবশেষ খবর পাওয়া অনুযায়ী এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিলেট নগরের এক বাসিন্দা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে অনেকেই ঘুমে থাকায় ভূমিকসম্প টের পাননি।
নগরীর উপশহর এলাকার সেলিম উদ্দীন জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে তার ভবনটি কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ নয়। সবাই আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।