চাকরির সুযোগ দিচ্ছে সিটি অব হ্যামট্রামেক
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১:২৩ পূর্বাহ্ণ
চাকরি ডেস্ক :
মিশিগানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হ্যামট্রামেক সিটি। সিটি অব হ্যামট্রামেকে ‘ইলেকশন প্রোগ্রাম কো-অরডিনেটর’ পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা ইমেইলে কিংবা অনলাইন ফর্মের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম ও ধরণ
(বাংলাভাষী ইলেকশন প্রোগ্রাম কো-অরডিনেটর)
সিটি নির্বাচনের সমন্বয়কারী হিসেবে কাজ করবেন। এই পদে নির্বাচন সংক্রান্ত সকল নথি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার জন্য বাঙালি নির্বাচন কর্মী এবং বাংলা অনুবাদক নিয়োগের দায়িত্বে থাকবেন।
যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীর অফিশিয়াল কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। কাজের অনুমতি এবং স্থায়ী বাসিন্দা হলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে প্রার্থীকে মার্কিন নাগরিক কিংবা হ্যামট্র্যামেক’র বাসিন্দা হওয়া লাগবে না।
কর্মস্থল
সিটি অব হ্যামট্রামেক।
বেতন
ঘন্টায় ২০ ডলার।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এপ্লিকেশন লিংক-
https://Hamtramck.us/wpcontent/uploads/2021/05/Hamtramck-Application-Final-05072021.docs.
ইমেইল- hr@Hamtramckcity.com
চাকরি সংক্রান্ত প্রশ্নের জন্য যোগাযোগ
নিকোল বিয়েরি
এইচআর জেনার্যালিস্ট, হ্যামট্র্যাম্ক সিটি।
ফোন- (313) 800-5214