উদ্বোধনী অনুষ্ঠানে প্রকৌশলীকে ‘গালমন্দ’ করলেন এমপি মোকাব্বির!
প্রকাশিত হয়েছে : ১০:২১:১৫,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০২১
51 - 51Shares
সুরমা নিউজ ডেস্ক:
সংস্কার কাজ শেষে সিলেটের বিশ্বনাথের পীরের বাজার-ধরারাই ও মান্দারুকা বাজার সড়ক উদ্বোধন করা হয় বৃহস্পতিবার। ওই দিন উদ্বোধন স্থলে সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানকে এক ঘণ্টা দাঁড় করিয়ে রেখেও আসেননি উপজেলা প্রকৌশলী আবু সাঈদ। এতে ক্ষিপ্ত হয়ে আবু সাঈদকে ফোনে ‘গালমন্দ’ করেন এমপি মোকাব্বির।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ওই সড়কটি উদ্বোধনের ঘোষণা ছিল আগে থেকেই। যথাসময়ে উদ্বোধন স্থলে গিয়ে পৌঁছেন স্থানীয় এমপি ও গণফোরাম নেতা মোকাব্বির খান। প্রায় ১ ঘণ্টা অপেক্ষার ভেতরে এমপি উপজেলা প্রকৌশলীর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে কথা বলেন।
এরপরও উদ্বোধন স্থলে না আসায় এমপি চরম ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনে উপজেলা প্রকৌশলীকে গালমন্দ করে সড়কের উদ্বোধন করেন।
এ বিষয়ে জানতে প্রকৌশলীর মোবাইল ফোনে একাকিধবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।সূত্রঃসিলেটভিউ
51 - 51Shares