সিলেটের সুনামধন্য প্রতিষ্ঠান বসুন্ধরা মটরসে চাকরির সুযোগ
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২১, ৫:০০ অপরাহ্ণ
চাকুরি ডেস্ক:
সিলেটের সুনামধন্য প্রতিষ্ঠান বসুন্ধরা মটরসে জন্য ৩ জন বিক্রয় প্রতিনিধি ( Sales Executive ) নিয়োগ দেওয়া হবে।
*শিক্ষাগত যোগ্যতা –এইচ এস সি ।
*অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
যোগাযোগের ঠিকানা –
বসুন্ধরা মটরস,কুমার পাড়া সিলেট।
আগ্রহী প্রার্থীরা আগামী ২০–০২–২০২১ ইং তারিখেরর মধ্যে সকাল ১০ টা হতে দুপুর ৫ টার মধ্যে জীবনবৃত্তান্ত(সি.ভি)মোবাইল নাম্বার সহ জমা দিতে হবে।