সিলেটের আদালতপাড়ায় মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২০, ৯:১০ অপরাহ্ণ
সুরমা নিউজ :
স্বাস্থ্যবিধি মানাতে এবার আদালত পাড়ায় মাস্ক ছাড়া প্রবেশে নিষেধধাজ্ঞা আরোপ করেছে সিলেট জেলা আইনজীবী সমিতি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিলেট জজ কোর্ট প্রাঙ্গণে ‘ল-রিপোটার্স অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ বিধি-নিষেদের বিষয়ে জানান আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফয়েজ।
তিনি বলেন, বর্তমানে করোনা মহামারির কারণে বিশ্বে আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশও এর বাইরে নয়। তাই সবাইকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে আহ্বান জানাই। আমাদের সচেতন হতে হবে। আদালতপাড়ায় মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না। এখানে আসতে হলে অবশ্যই মাস্ক পরে আসতে হবে।
ল-রিপোটার্স অ্যাসোসিয়েশন অব সিলেটের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ কাওসার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল হক সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক (২) মাসুদুর রহমান খান মুন্না, সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সহ-সম্পাদক মো. মিজানুর রহমান চৌধুরী ও সহ-সম্পাদক রেদোয়ানুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নুরুল আমিন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ, অ্যাডভোকেট জাকারিয়া, বারের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জহুরা জেসমিন ও অ্যাডভোকেট আজিম উদ্দিন প্রমুখ।