বিশ্বনাথে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ৮, আটক ৩
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১২:২১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের বিশ্বনাথে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে অনন্ত ৮ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা দক্ষিণ পাড়া গ্রামের নূর উদ্দিন ও খলিল মিয়া লোকজনের মধ্যে এঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৮জন আহত হন।
আহতরা হলেন-নূর উদ্দিন পক্ষের সুমন মিয়া (৩৫), রুহেল মিয়া (৩০), খোকন আহমদ (১৮), নোমান আহমদ (১৭), শামীম আহমদ (১৭), আদিল মিয়া (১৪), খলিল মিয়ার পক্ষে খলিল মিয়া (৪০), করিম মিয়া (৩৫)। এরই মধ্যে গুরুতর আহত অবস্থায় সুমন মিয়া ও রুহেল মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় নূর উদ্দিনের পক্ষে সুহেল আহমদ বাদী হয়ে প্রতিপক্ষের ৭ জনের নাম উল্লেখ করে ও আর কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি রেখে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। আজ শনিবার বিকেলে বিশ্বনাথ থানার এসআই দেবশীষ শর্মা’র নেত্বত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে এ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-কাওছার আহমদ তুলাই, খলিল মিয়া ও মোঃ সেলিম। গ্রেপ্তারকৃতদের রবিবার আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে জানাগেছে।
জানাগেছে, উপজেলার রামপাশা দক্ষিণ পাড়া গ্রামের খলিল মিয়ার গরু একই গ্রামে আব্দুল বারীর জমিতে থাকা ধান খেয়ে ফেলে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ৮জন আহত হন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তি বলেন, সংঘর্ষের ঘটনায় একটি পক্ষ থানায় মামলা দায়ের করেছে। আর এ মামলার তিন আসামিকে শনিবার বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রবিবার আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।