বিশ্বনাথের ইউপি চেয়ারম্যান সপরিবারে করোনায় আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২০, ৭:১৫ অপরাহ্ণ
বিশ্বনাথ সংবাদদাতা :
সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন। ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, তাঁর স্ত্রী সামিয়া বেগম, ছেলে ফাহমিদ হক ও তাহমিদ হক করোনায় আক্রান্ত। বর্তমানে তারা নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মূসা।
সূত্র জানায়, করোনা প্রার্দুভাবের পর থেকেই সরকারি সহায়তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটেন ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক। সরকারি নির্দেশনা, স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব নিশ্চিত ও গণসচেতনতায় সক্রিয় ভূমিকা রাখেন তিনি। বুধবার উপসর্গ নিয়ে পরীক্ষার জন্যে নমুনা দেন তার পরিবারের সবাই। শুক্রবার সন্ধ্যায় প্রাপ্ত রিপোর্টে তাদের কোভিড-১৯ শনাক্ত হয়।