বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’র সাথে আলী মজনু’র সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২০, ৪:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজ :
বিশ্বনাথ ইয়ূথ এসোসিয়েশন ইউকে’র প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, বিশ্বনাথ ইউনাইটেড কাউন্সিল’র সাধারন সম্পাদক ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট’র সহ সাধারন সম্পাদক মোহাম্মদ আলী মজনু’র সাথে বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে লুটনের ভ্যানটেজ রেষ্টুরেন্টে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এই সৌজন্য সাক্ষাতে বিডিএ’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আহমদ আল জাকি, সাধারন সম্পাদক মোঃ আল-আমিন, সহ সাধারন সম্পাদক আসকর আলী, সহ সাধারন সম্পাদক মোঃ মঈনুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক অহিদ মোহাম্মদ অলি ও সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ এমদাদ হোসেন।
বিডিএ ইউকে’র সভাপতি আহমদ আল জাকি’র বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাকালিন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা কথা তুলে ধরেন। বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ আলী মজনু বলেন, তরুনরাই সমাজের প্রাণ ও ভবিষ্যৎ। ডেফোডিল’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, তরুনদের দ্বারা গঠিত সংগঠনটি যে অবদান রেখে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। তিনি উনার বক্তব্যে আরও যোগ করেন, সংগঠনের যে কোন কার্যক্রমে সর্বাত্নক সহযোগিতা করতে আগ্রহী।
সংগঠনের পক্ষ থেকে বিডিএ’র ট্রাস্টি সদস্য করার আগ্রহ প্রকাশ করলে তিনি সাদরে সম্মতি জ্ঞাপন করেন।