ফের খোলামেলা পোশাকে মিথিলা
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২০, ৫:৪৪ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক:
বাংলাদেশি অভিনেত্রী তথা সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা সৃজিত ঘরণী হওয়ার পর যেন তাকে নিয়ে কৌতুহলের শেষ নেই। কিছুদিন আগেই বোল্ড লুকে ধরা দিয়েছিলেন তিনি। তাতেই চোখ কপালে উঠেছিল অনেক ভক্তের। তাতে সমালোচনাও কম হয়নি।
সম্প্রতি ফের খোলামেলা পোশাকে হাজির হয়েছেন সৃজিতপত্নী। পোশাক বলতে গায়ে শুধু একটা শাড়ি। ব্লাউজহীন রুপে এক কথায় অনবদ্য। এত খোলামেলা পোশাকে এর আগে কখনও দেখা যায়নি মিথিলাকে। বোল্ড অবতারে তিনি যেন লাইমলাইটে উঠে এসেছেন রাতারাতি।
মুহূর্তের মধ্যে ছবিটিতে লাইকের বন্যা বয়ে গেছে। পাশাপাশি নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ায় পাতা। যদিও তাতে একটুকুও কর্ণপাত করেননি সৃজিত ঘরণী।
উল্টো জানিয়েছেন, এখানে তো ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকব। বাইরেও বের হওয়া হচ্ছে না, তাই এইরকম ছবি মাঝেধ্যেই দেব ভাবছি।
মিথিলার এই মন্তব্যে অনেকেই তাকে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেছেন। কেউ আবার তার হটনেসের প্রশংসাতে পঞ্চমুখ।
মিথিলা জানান, কলকাতা আসার আগে বেশ কয়েকটি ফটোশ্যুট করেছিলেন মিথিলা। বর্তমানে মেয়ে আইরাকে নিয়ে শ্বশুরবাড়িতেই আছেন। বাংলাদেশে বিভিন্ন কাজ তো রয়েছে, এর পাশাপাশি কলকাতাতেও বেশ কিছু কাজের কথা ভাবছেন মিথিলা। এর মধ্যে একটি ওয়েব সিরিজও রয়েছে।