বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ দশঘর ইউপি শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২০, ১১:১৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ দশঘর ইউপি শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ দশঘর ইউপি শাখা কর্তৃক দশঘর দারুল কুরআন মাদ্রাসার হল রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অত্র শাখার সহ সভাপতি উস্তার হাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা হাবীবুর রহমান, বিশেষ অতিথি উপজেলা আল-ইসলাহ সাধারণ সম্পাদক মাওঃ আকমল হোসাইন শাকুর। দশঘর আল-ইসলাহ সাধারণ সম্পাদক হাফিজ আব্দাল হোসেনের সঞ্চালনায় কুরআন তিলায়াত করেন তালামীয কর্মী উজ্জল আহমেদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহদী জাকির। এতে উপস্থিত ছিলেন সাহেদ আহমদ শিপু, এমদাদ আহমদ, শোয়েব আহমদ, সালেহ আহমদ, মমরোজ মিয়া সহ ইউপি আল-ইসলাহর সিনিয়র নেতৃবৃন্দ।