লন্ডনে লর্ড ক্লাইভের স্ট্যাচু সরিয়ে বঙ্গবন্ধুর স্ট্যাচু বসানোর দাবী
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২০, ১:৫৫ অপরাহ্ণ
লন্ডন ডেস্ক :
ব্ল্যাক লাইভ মেটার্স আন্দোলনে যখন সারা বিশ্ব উত্তপ্ত। লন্ডনেও আন্দোলনের মুখে বেশ কয়েকটি স্ট্যাচু সরিয়ে ফেলা হয়েছে। বেশ কয়েকটি স্ট্যাচু ঘিরে রাখা হয়েছে। বেশ কিছু রয়েছে পুলিশের বিশেষ পাহাড়ায়। বাঙ্গালী অধ্যশিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের একটি স্ট্যাচু সরিয়ে ফেলা হয়েছে। সেই সাথে স্যার জন কাস স্কুলের নাম মুছে ফলা হয়েছে। এখন এই স্কুলের জন্য নতুন নাম খোঁজা হচ্ছে।
ওয়েস্টমিনিস্টারের সামনে পার্লামেন্ট স্কয়ারে রয়েছে বিশ্বের বিশ্ব নেতাদের সহ ব্রিটেনের সব নামিদামী নেতা, সাবেক প্রধানমন্ত্রী সহ বিশিস্ট লোকের স্ট্যাচু স্থান পেয়েছে । স্থান পেয়েছেন মহাত্মা গান্ধী, নেনসেল ম্যান্ডেলা,আব্রাহাম লিন্কন সহ অনেক বিশ্ব নেতাদের।
কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি বাংলাদেশের কোন নেতা বা কবি সাহিত্যিক, বা বিশিস্ট কোন লোকের মূর্তির কোন স্থান নেই। লন্ডনে বঙ্গবন্ধুর স্ট্যাচু বা মূর্তি স্থাপনের জন্য লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে বারবার চেস্টা করে ব্যর্থ হচ্ছে। তবে ব্যক্তিগত উদ্দোগে আওয়ামীলীগ নেতা আফসার খাঁন সাদেক টাওয়ার হ্যামলেটসে নিজ বাসার গার্ডেনে বঙ্গবন্ধুর স্ট্যাচু্ স্থাপন করেছেন।
ব্রিটেনে বর্ণবাদ আন্দোলনের নেতা, সাবেক কাউন্সিলর, কমিউনিটি একটিভিস্ট রাজন উদ্দিন জালাল দাবী তুলেছেন বৃটেনের বিতর্কীত নেতা লর্ড ক্লাইভ এর মূর্তি সরিয়ে সে স্থানে বাংলাদেশের স্থপতি বংগবন্ধু শেখ মজিবরের মূর্তি স্থাপন করা হোক।
তিনি বলেন, বঙ্গবব্ধু শুধু বাংলাদেশ নেতা নন। তিনি সারা বিশ্বের নির্যাতত মানুষের নেতা। তার সাথে বৃটেনের সুসম্পর্ক ছিল। পাকিস্তানে দীর্ঘ দিন কারাভোগের পর মুক্তি পেয়ে লন্ডনে আসেন। লন্ডন থেকে ইন্ডিয়া হয়ে বাংলাদেশ যান।লন্ডনে তার মূর্তি স্থাপন অত্যন্ত যুক্তি সংগত”।