বিশ্বনাথে মৃত্যুর পাঁচদিন পর নারীর করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২০, ২:২৯ অপরাহ্ণ
বিশ্বনাথ সংবাদদাতা :
সিলেটের বিশ্বনাথে মৃত্যুর পাঁচদিন পর এক নারীর করোনা পজেটিভ এসেছে। তিনি উপজেলার অলঙ্ককারি ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা নজিরুন বেগম (৬০)। শনিবার (২৭ জুন) রাতে সিলেট ওসমানী কলেজের পিসিআর ল্যাবে ওই নারীর করোনা রিপোর্ট পজেটিভ আসে।
তিনি গত ১৮ জুন করোনা উপসর্গ নিয়ে সিলেট নগরীর নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ভর্তি হন। পরদিন ১৯ জুন তাঁর নমুনা সংগ্রহ করা হয়। গত ২২ জুন তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুর পাঁচদিন পর শনিবার (২৭ জুন) রাতে তার করোনার নমুনার রির্পোট পজেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিম্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রহমাান মুসা।