বিশ্বনাথে কৃষি প্রণোদনা পেলেন ১৩শ ৩০ কৃষক
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২০, ৭:৩৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
কৃষক প্রণোদনার সার ও বীজ পেয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার এক হাজার ৩শ ৩০জন কৃষক। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে এগুলো বিতরণ করা হয়।
প্রতিবার একযোগে দেয়া হলেও, এবার করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব মেনে ধাপে ধাপে বিতরণ করা হয়েছে প্রণোদনার সার ও বীজ। গেল ৯ এপ্রিল থেকে বিতরণ শুরু হয়ে সম্প্রতি শেষ হয়। একেক দিন একেক ইউনিয়নের কৃষকদের মাঝে বিতরণ করা প্রণোদনা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুনু মিয়া।
উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী জানান, এ বছর প্রথম পর্যায়ে ৯৫০ জন ও ২য় পর্যায়ে ৩৮০ জন কৃষককের মধ্যে এ প্রণোদনা দেয়া হয়েছে। জনপ্রতি কৃষক পেয়েছেন ৫ কেজি বীজ, ডিএপি (সার) ২০ কেজি ও এমওপি (সার) ১০ কেজি। আউশ আবাদ বাড়ানোর লক্ষে আউশ প্রণোদনার পাশাপাশি প্রতি বিঘার জন্য ৫ কেজি হারে আরও ৩ হাজার ২শত ৬০ কেজি বীজ সহায়তা হিসেবে দেয়া হয়। যার মাধ্যমে আবাদের আওতায় আসবে আরো ৬৫২ বিঘা জমি। এক্ষেত্রে প্রতিজন চাষী চাহিদা অনুযায়ী প্রতি বিঘার জমির জন্য ৫ কেজি হারে বীজ গ্রহণ ও করেছেন।