দোয়ারাবাজারে নিখোঁজ নারীর মরদেহ ডোবা থেকে উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১০:২০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সুনামগঞ্জর দোয়ারাবাজার ডোবা থেকে হোসনে আরা বেগম (৪০) নাম এক মহিলার লাশ উদ্ধার করছ পুলিশ। তিনি উপজলার দােহালিয়া ইউনিয়নর করালিয়া গ্রামর জামিল মিয়ার স্ত্রী। এ দিকে ঘটনার পর থেকে নিহতর স্বামী পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বহস্পতিবার দুপুর উপজলার দোহিলায়া ইউনিয়নর করালিয়া গ্রামর পার্শ্ববর্তী ডোবায় নিহতের ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ কে খবর দেন। খবর পেয়ে বিকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়লা তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গ প্ররণ করেন। তিন সন্তানের জননী হোসনে আরা বেগম বুধবার থেকে নিঁখোজ ছিলেন বলে পারিবারিক সূত্র জানা যায়।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারাজার) সার্কেল বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত নারীর মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই নারীর পরনে একটি ম্যাক্সি ছিল। তবে শরীরে বড় কোন আঘাতের দাগ পাওয়া যায়নি। বিষয়টি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে বলেও জানান তিনি।