নবীগঞ্জে মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে নারী নিহত
প্রকাশিত হয়েছে : ৪:৫৬:২৪,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
হবিগঞ্জের নবীগঞ্জে মাইক্রোবাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে হেলেনা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে আউশকান্দি শেরপুর রোডের রায়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত চারজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত হেলেনা বেগম উপজেলার দেওতৈল গ্রামের মোছাব্বির মিয়ার স্ত্রী।
নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, নবীগঞ্জ থেকে ছেড়ে আসা আউশকান্দিগামী একটি সিএনজি চালিত অটোরিকশা রায়পুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠায়। এছাড়াও দুর্ঘটনার শিকার গাড়ি দুইটি আটক করা হয়েছে।