মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান, আটক ৬
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ৬:৪৬ অপরাহ্ণ
সুরমা নিউজ:
মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে। এতে ছয়জনকে আটক করা হয়েছে।
গত শনিবার শ্রীমঙ্গল থানা পুলিশ মৌলভীবাজার রোডস্থ বিলাস মার্কেটের সামনে থেকে ১৭টি ইয়াবা ট্যাবলেটসহ সেলিম মিয়া, সিন্দুরখাঁন সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ব্রিজের উপর থেকে আশরাফুল ইসলামকে ১৫টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখা মৌলভীবাজারের অভিযানে জুড়ী থানার ফুলতলা ইউনিয়স্থ মধ্যবটুলী সাকিনস্থ আসামি সুলতান মিয়ার বসতবাড়ির উঠান থেকে দুজনকে আটক করা হয়। আটক সুলতান মিয়াকে ১১টি ইয়াবা বড়ি এবং রেজাউল রহমানকে নয়টি ইয়াবা বড়িসহ আটক করা হয়।
অন্যদিকে জুড়ী থানা পুলিশের অভিযানে ৬ নম্বর সাগরনাল ইউনিয়নস্থ কাপনা পাহাড় চা-বাগানের পুরান লাইনে আটক আসামির ঘর থেকে কালা ঠাকুর পাশীকে (৪৬) ১৫১ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ধিরু রিকিয়াসনকে (৫০) ১০ লিটার চোলাই মদ ও ৪০ লিটার মদ তৈরির তরল ওয়াশ (জাওয়া)সহ আটক করা হয়।