ফেসবুকে করোনা ভাইরাস নিয়ে পোস্ট: সিলেটে যুবদল নেতা গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৯ অপরাহ্ণ
বিয়ানীবাজার প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ানোর অপরাধে সিলেটের বিয়ানীবাজারে এমএ হাসনাত তাপাদার জামিল নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে পৌরশহরের তার ব্যবসা প্রতিষ্ঠানকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত এমএ হাসনাত তাপাদার জামিল বিয়ানীবাজার উপজেলা যুবদলের প্রচার সম্পাদক। সে উপজেলার মোল্লাপুর গ্রামের আব্দুল জব্বার তাপাদার এনুর ছেলে এবং মোল্লাপুর ইউপির সাবেক চেয়ারম্যান এমএ ওদুদ রুকনের ভাতিজা।
থানা পুলিশসূত্রে জানা গেছে, যুবদল নেতা এমএ হাসনাত তাপাদার জামিল নোবেল করোনা ভাইরাস নিয়ে ফেসবুকের একটি পেইজে পোস্ট করেন। সেই পোস্টটি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের নজরে আসে। পরে সাইবার ক্রাইম ইউনিট বিয়ানীবাজার থানা পুলিশকে বিষয়টি অবগত করে এবং আইনী প্রদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেন।
পরে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে যুবদল নেতাকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে বিয়ানীবাজার থানা পুলিশ। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন। তিনি আরো বলেন, সোশ্যাল মিডিয়ায় গুজব রটানোর জন্য নাশকতা মামলায় এমএ হাসনাত তাপাদার জামিল নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। তিনি বলেন, এর আগেও সে একাধিকবার থানায় দায়েরকৃত নাশকতা ও পুলিশ এসল্ট মামলায় জেল খেটেছে।