স্বপ্নের ইউরোপ যাত্রায় বরফেই লাশ হলেন সিলেটের ফয়ছল
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১:০৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
স্বপ্নের ইউরোপ যাওয়া হয়নি বালাগঞ্জের যুবক এনামুল জায়গীরদার ফয়ছলের। ইউরোপের দেশ গিয়েছে যাওয়ার পথে রাস্তায় তিনি চলে যান না ফেরার দেশে। প্রচণ্ড ঠান্ডায় তার মৃত্যু হয়েছে বলে জানান তার সাথে থাকা নামের একজন।
তার মামাতো ভাই রাসেল জানান, গত তিন মাস আগে তিনি তুরস্কে জান। সেখানে ভালই যাচ্ছিল তার দিন। তিনি আচমকা সিদ্ধান্ত নেন গ্রিস যাওয়ার। তার পরিবারের কেউ জানেন না তিনি গ্রিসে যাচ্ছেন।
দালালের মাধ্যমে জঙ্গল পাড়ি দিয়ে গ্রিস যাওয়ার পথে প্রচন্ড ঠান্ডা তিনি মারা যান। তার সাথে থাকার তিনজন ছিলেন। তারা দালালকে লুকিয়ে ছবি তুলেছেন। কিন্তু এখন আর লাশ পাওয়া যাচ্ছে না।
দালাল ফয়সালের লা’শ সেখানে রেখে অন্যদের নিয়ে চলে যায়। ফয়সালের সাথে থাকা দুইজন ফয়সালের লাশের কাছে গেলে দালাল হুমকি দিলে তারাও চলে যেতে বাধ্য হন।
নিহত এনামুল হাসান জায়গীরদার ফয়সল রাজপুর নিবাসী, মহরম আহমেদ জায়গীরদার এর দ্বিতীয় ছেলে। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।