হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী আহত
প্রকাশিত হয়েছে : ৮:৪৮:২৩,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও পিকআপটিকে জব্দ করে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের এবিসি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পার্শ্ববর্তী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের মৃত টেনু মিয়ার ছেলে সায়েম মিয়া (১৬) ও সুনামগঞ্জ জেলার গুঙ্গিয়ারগাঁও উপজেলার শাল্লা গ্রামের হুমায়ুন লস্করের ছেলে সৌরভ লস্কর (১৬)। উভয়েই জলসুখা কেজিপি হাইস্কুলের ছাত্র।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জয়ন্ত তালুকদার জানান, এবিসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির গণিত পরীক্ষায় অংশ নিয়ে মোটরসাইকেলযোগে জলসুখায় ফিরছিল সায়েম ও সৌরভ। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তারা আহত হন। পরে আশপাশের লোকজন তাদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের হবিগঞ্জ আড়াইশ’ শয্যার হাসপাতালে প্রেরণ করেন।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। তবে পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।