হবিগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক
প্রকাশিত হয়েছে : ১২:০৭:০৬,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় তাদের দণ্ডাদেশ দেন ইউএনও তাসনুভা নাশতারান।
তারা হলেন, উপজেলার সুরামা চা-বাগান এলাকার বকুল পান তাতির ছেলে পান জনপান তাতি ও চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগানের মধু বড়াইয়ের ছেলে আলন বড়াই।
তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সুরাম চা-বাগানের ২০ নম্বর টিলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবাসায়ী। আটকের সময় তাদের থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।