নবীগঞ্জে মাছের পুকুরে শত্রুতার বিষ!
প্রকাশিত হয়েছে : ৮:০৩:৫৮,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের ছোট শাকুয়া গ্রামের মৃত ফিরোজ মিয়া পুত্র টিটু মিয়ার লিজকৃত পুকুরে একদল দুর্বৃত্ত বিষ প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ নিধন করেছেন। ঘটনাটি ঘটে রবিবার ভোররাতে। এ ঘটনায় টিটু মিয়া বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
টিটু মিয়া জানান, ছোট শাকুয়া গ্রামের কওমি মাদরাসার ফিশারি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছিলাম। আমাদের গ্রামের নুরুল ইসলামের পুত্র কাশেম মিয়া, মৃত আতর আলীর পুত্র সুনুক মিয়া ও সরুজ্জামানের পুত্র বাচ্চু মিয়া গংদের সাথে আমার পূর্ববিরোধ চলে আসছে। এরই প্রেক্ষিতে তারা আমার এবং আমার পরিবারের সদস্য ক্ষতির চেষ্টায় লিপ্ত।
টিটু মিয়া উল্লেখ করেন, তিনি ছোট শাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরির কাজ করেন। স্কুল ও তার লিজকৃত ফিশারিজ খুব কাছাকাছি থাকায় তিনি তার ফিশারির পুকুরপাড়ে উল্লেখিত ব্যক্তি গং ছাড়াও বেশ কয়েকজনকে দেখতে পেয়ে টর্চলাইটের আলো ফেললে তারা বিষের বোতল পুকুরে ফেলে চলে যাওয়ার সময় সে তাদের পরিচয় জানতে চাইলে তারা পালিয়ে যায়। দুর্বৃত্তদের দেওয়া বিষে তার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন।