১০০ জন সেলস রিপ্রেজেন্টেটিভ নেবে ওয়ালটন
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ৪:৫৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
দেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ওয়ালটন গ্রুপ’ এর অঙ্গ প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ‘সেলস রিপ্রেজেন্টেটিভ’ পদে লোকবল নেবে। আগ্রহীরা আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। এ পদে কেবলমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন।
পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স)।
পদ সংখ্যা: ১০০।
চাকরির বিবরণ/দায়িত্ব: ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স পণ্যের নতুন রিটেইলার ও গ্রাহক তৈরি করা। গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা। উত্তম যোগাযোগের ক্ষমতা এবং কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। পণ্যভিত্তিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাশ।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ২৫ বছর।
অন্যান্য যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বিপণন ও বিক্রয় কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। আবেদনকারীকে বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই মোটরসাইকেল চালনা এবং কম্পিউটার ব্যবহার (এমএস অফিস) জানতে থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে। এছাড়া কোম্পানির নীতি অনুসারে অন্যান্য সুবিধাদি মিলবে।
আবেদনের শেষ তারিখ: ২১ ফেব্রুয়ারি, ২০২০।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই ঠিকানায়: https://jobs.waltonbd.com/hrIrAplc/showVcnyForApplcnt/1172799।