স্কয়ার গ্রুপ চাকরির সুযোগ
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০১৯, ১:১০ অপরাহ্ণ
চাকুরী সংবাদ :
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এজিস সার্ভিসেস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে অপারেশন ডিপার্টমেন্টে ‘ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ হিসেবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
যোগ্যতা
যেকোনো প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে বিবিএ/ জনপ্রশাসন/ অপরাধবিদ্যা বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট অথবা সেকেন্ড লেফটেন্যান্ট প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। উক্ত ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ঢাকা ও কক্সবাজারে নিয়োগ দেওয়া হবে।
বেতন
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা সদ্য তোলা রঙিন ছবিসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও জীবনবৃত্তান্ত পাঠাতে হবে এই ঠিকানায়।
ঠিকানা: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, এজিস হেড অফিস, হাউস-৪ (মটিয়া), রোড-২/এ, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩। এ ছাড়া সিভি ই-মেইল করতে পারেন (recruitment-aegis@squaregroup.com) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ
আবেদন করা যাবে ২০ এপ্রিল, ২০১৯ পর্যন্ত।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে