শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৯, ১২:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে।
শুধুমাত্র বাংলাদেশি নাগরিকরা পদটিতে আবেদন করতে পারবেন।
স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এ টাইপিংয়ের গতি বাংলায় ৩০ ও ইংরেজিতে ২০ শব্দ। কম্পিউটার জ্ঞানম্পন্ন। শিক্ষাজীবনে সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩০ বছর।
পদটিতে জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন ৯,৩০০/-২২,৪৯০/ টাকা।
আবেদন করা যাবে ১০ এপ্রিল, ২০১৯ তারিখ পর্যন্ত। আবেদন ফরম রেজিস্ট্রার অফিস থেকে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট sust.edu থেকে সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তি