৩০৬ পদে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০১৭, ৫:০৯ অপরাহ্ণ
চাকরি ডেস্ক:
মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন কোটাধারীর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজসেবা অধিদপ্তর। বিভিন্ন পদে ৩০৬ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর।
মুক্তিযোদ্ধা কোটা
সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, নার্স, ডাটা এন্ট্রি অপারেটর, প্রশিক্ষক (গার্মেন্টস, এমব্রয়ডারি, টেইলারিং, উড নিটিং, জুট ওয়ার্কস, বুটিকস প্রিটিং, বিউটিফিকেশন, ক্রিস্টাল ওয়াকর্স), প্রশিক্ষক (উড ওযার্কস অ্যান্ড উড কারভিং), প্রশিক্ষক (অ্যানিমেল হাজবেন্ড্রি পোলট্রি), প্রশিক্ষক (মবিলিটি ও শারীরিক), কেয়ারটেকার।
সব কোটাধারীর জন্য
কারিগরি শিক্ষক, শিক্ষক, হিয়ারিং এইড টেকনিশিয়ান, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, সহকারী শিক্ষক, ধর্মীয় শিক্ষক, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, গাড়িচালক, ইলেকট্রিশিয়ান কাম পাম্প ড্রাইভার, কারিগরি প্রশিক্ষক, অ্যাটেনডেন্ট, বই বাঁধাইকারী, বার্তাবাহক, বাবুর্চি, সহকারী বাবুর্চি, মালি, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী।
আবেদন প্রক্রিয়া
অনলাইনের (http://dss.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদনের সময়সীমা
১৭ আগস্ট, ২০১৭-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।