সাহিত্য চর্চার কোন বিকল্প নেই : বালাগঞ্জে ইমন শাহ সম্পাদিত “শীতলপাটি”র পাঠ উম্মোচন
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৭, ১০:০৫ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জে ছড়া- কবিতার ছোটগল্প — ইমন শাহ সম্পাদিত “শীতলপাটি”র পাঠ উম্মোচন আলোচনায়-সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সাহিত্য চর্চার কোন বিকল্প নেই , এচর্চায় নতুন প্রজম্মকে উৎসাহিত করতে হবে। বাংলার কৃষ্টি সংস্কৃতির সঠিক ইতিহাস জানতে হলে সঠিক সাহিত্য চর্চার কিল্প নেই। একটি বই প্রকাশ করা যতোটা সহজ তা টিকিয়ে রাখা খুবই কষ্টকর। আমি শীতল পাটি বইটির কলা কৌশলী সহ সম্পাদক ইমন শাহকে ধন্যবাদ জানাই । এই প্রকাশনাকে টিকিয়ে রাখার সর্বাত্মক সহযোগীতা থাকবে।
আজ ২২ জুলাই শনিবার বিকাল চারটায় বালাগঞ্জ উপজেলা হল রুমে এসপি মিডিয়ার নির্বাহী সম্পাদক হুসাইন আহমদের সভাপতিত্বে ও হিন্দু বিবাহ নিবন্ধক নয়ন তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি)মোঃ শাখাওয়াত হোসেন রুবেল,বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দিন, পূর্ব গৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পশ্চিম গৌরিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমিরুল ইসলাম মধু, পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃআব্দুল মতিন, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃআব্দুল মুমিন, বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃজুনেদ মিয়া, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত দাস ভুলন, ওসমানীনগর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক চঞ্চল পাল, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক অরুনোদয় পাল ঝলক, শীতল পাটির সম্পাদক ইমন শাহ । শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃ শাহজাহান, গীতা পাঠ করেন হিমাংশু রঞ্জন দাস। স্বাগত বক্তব্য রাখেন শীতল পাটির সম্পাদক ইমন শাহ। বক্তব্য রাখেন সাহিত্যনুরাগী সৈয়দ মাহবুব আহমদ। এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলে সাংবাদিক আলমগীর হোসেন, এস এম হেলাল, ন ব্যাবসায়ি প্রদীপ দাস,সুমন আহমদ, আখতার সর্দার, মোক্তার মেম্বার, ছাত্রলীগ নেতা জুয়েল আহমদ, আবদুর রকিব জুয়েল, প্রবাসী শাহিন আহমদ, জাতীয়পাটির নেতা আব্দুর রহিম সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও সুধীজন। পরে আনুষ্টানিক ভাবে মোড়ক উম্মোচন করেন শীতলপাটির। প্রধান অতিথি সহ বিশেষ অতিথিদের এসপি মিডিয়ার পক্ষথেকে ক্রেষ্ট ও শীতল পাটি বই প্রদান করা হয়।