ওসমানীনগর উপজেলা প্রশাসনের জাতির জনকের জন্মদিন পালন
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৭, ৮:৫০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী পালন করা হয়। শুক্রবার সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলার তাজপুর মঙ্গল চন্ডি নিশি কান্ত মডেল উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল মিঠুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী, ওসমানীনগর উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলাম, মঙ্গল চন্ডি নিশি কান্ত মডের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ হাসান ও যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক প্রমূখ। সভায় বক্তারা বঙ্গবন্ধুর কর্ম ও জীবনের নানা দিক নিয়ে ব্যাপক আলোকপাত করেন।